ছাইয়েদুল ইসলাম: চ্যাম্পিয়ন ট্রফি ২০১৭’র ফাইনাল, মাঠে নামে ক্রিকেটের দুই মহারথী। প্রথমবারের মতো এ আসরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি টিম ইন্ডিয়া। এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানকে তুলোধুনো করে ছাড়ে ভারত। ফাইনালে সেই পাকিস্তানকে পেয়ে তাই বেশ চাপমুক্তই মনে হচ্ছিল ভারতকে। আর সেজন্যই হয়তো ১৮০ রানের শোচনীয় পরাজয় বরণ করলো তথাকথিত এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
যদিও টিম ইন্ডিয়ার এ একাদশ দম্ভ করার মতো কৃতিত্বও দেখিয়েছে। তবে এবারের ফাইনালে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া দম্ভ করার মতো কিছু করতে তো পারেইনি, উপরি ‘আলগা ঠাঁট’ বাড়াতে যেয়ে হেরেছে গো হারা।
রবিবার বার্মিংহামের এজবাস্টনে ভারতকে ১৮০ রানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতে নিলো পাকিস্তান। ভারতের ইনিংসের শুরুতেই মোহাম্মদ আমিরের বিধ্বংসী বোলিংয়ে চাপের মুখে পড়ে কোহলিরা। মাত্র ৩৩ রানে প্রথম তিন উইকেট পতন হয়।একে একে প্যাভিলিয়নের পথে ধরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও শেখর ধাওয়ান। ভারতের এই তিন ব্যাটিং স্তম্ভ আউট হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি টিম ইন্ডিয়া। ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন হৃদিক পাণ্ডে। তিনি ৪৩ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।
এর আগে ভারত টস জিতে ফিল্ডিং নিয়েও সুবিধা করতে পারেনি। পাকিস্তান তাদের ব্যাটিং নৈপুণ্যও দেখায় শিরোপা নির্ধারণী ম্যাচে। ৪ উইকেটে তাদের স্কোর ৩৩৮ রান। ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে এটাই পাকিস্তানের সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে শুরুতে ব্যাট করে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ৩২৯ রান করেছিল তারা।
আগে ব্যাট করতে নেমে ফখরের সঙ্গে আজহার আলী ও মোহাম্মদ হাফিজের প্রশংসনীয় ব্যাটিং পাকিস্তানকে স্বস্তি এনে দেয়। তিন অঙ্কের ঘরে পৌঁছান ফখর। আর হাফসেঞ্চুরি করেন আজহার ও হাফিজ। একটুর জন্য পঞ্চাশ ছোঁয়া হয়নি বাবর আজমের।
আজহার ও ফখরের ব্যাটিং নৈপুণ্যের পর বাবর রানের গতি ধরে রেখেছিলেন। হাফসেঞ্চুরির খুব কাছাকাছি ছিলেন তিনি। কিন্তু কেদার যাদব তার দ্বিতীয় ওভারে বাবরকে ৪৬ রানে সাজঘরে পাঠান। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তান হারায় চতুর্থ উইকেট। এর পর দেখেশুনে খেলেছেন ইমাদ ওয়াসিম ও হাফিজ। ৭.৩ ওভারে তারা ৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। হাফিজ অপরাজিত ছিলেন ৫৭ রানে, ৩৭ বল খেলেন তিনি। ফাইনালের ম্যাচসেরা হয়েছেন ফখর। আর সিরিজের সেরা হাসান আলী। সবচেয়ে বেশি উইকেটশিকারির পুরস্কার গোল্ডেন বলও জিতেছেন এ পাকিস্তানি পেসার। আর শীর্ষ ব্যাটসম্যান হয়ে গোল্ডেন ব্যাট উঠেছে শিখর ধাওয়ানের হাতে।
Home
»
»Unlabelled
» অনবদ্য ব্যাটিং আর অগ্নিঝরা বোলিং
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment