01:27
0
শান্ত বনিক :  নরসিংদী জেলা শহরের একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্র খুদে চা ব্যবসায়ীর বাড়ী জোরপূর্বক দখল নিতে বাড়ী ঘরে হামলা ভাংচুরসহ প্রাণনাশের হুমকি প্রর্দশন করে আসছে। নরসিংদী জেলা শহরের হাড়িধোয়া নদী তীরবর্তী পাতিল বাড়ী ব্রিজের মাথায় ¯’ানীয় ৭-৮ জনের একটি সন্ত্রাসীদল চা ব্যবসায়ী মো: আফজাল মিয়ার বাড়ীতে অতর্কিতে হামলা চালায়। এ সময় ব্যসায়ীর অনুপ¯ি’তে তার স্ত্রীসহ অন্যান্যরা বাধা দিলে সস্ত্রাসীরা তাদের উপর চড়াও হয়। সস্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ২ মহিলা রক্তাক্ত জখম হয়। আহত রোকসানা বেগম (৪০) ও রুমি আক্তার (৩৫) কে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার হাজিপুর গ্রামের চা ব্যবসায়ী মো: আফজাল মিয়া উপরোক্ত ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। যার নম্বর: ৫০,তারিখ ১২/০৭/২০১৪। হাজিপুর মৌলভী পাড়ার এলাকার হাবিজ উদ্দিনের পুত্র টিপু, বাবুল, রোকন, আপেল সহ ৭-৮ জনের একটি সশস্র সন্ত্রাসী দল দির্ঘদিন যাবত এই ব্যবসায়ী পরিবারকে উ”েছদ করে জোরপূর্বক বাড়ী দখল করে নেয়ার চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকিসহ বাড়ী ঘরে হামলা চালিয়ে ২জনকে আহত করে। চা ব্যবসায়ী আফজাল মিয়া সন্ত্রাসীদের হাত থেকে পরিবার পরিজন নিয়ে নিরাপদে বসবাস করতে বিগত সময়ে নরসিংদী সদর মডেল থানায় অপর একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৩। বিচারাধীন মামলার পরও সন্ত্র্রাসীরা এই ব্যবসায়ী পরিবারকে প্রাণনাশের হুমকিসহ বাড়ী ঘরে হামলা চালিয়ে আসছে।   

0 comments:

Post a Comment