শান্ত বনিক : অবশেষে ছাত্রলীগ ও স্বে”ছাসেবক লীগ সন্ত্রাসীদের ভেঙ্গে গুড়িয়ে দেয়া আ’লীগ নেতা ডা. মোছলেম উদ্দিনের বাড়ী মেরামতের কাজ শুর“ হয়েছে। নরসিংদীর দক্ষিণাঞ্চল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ডা. মোছলেম উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া ও নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সফর আলী দলীয় ও ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এই মেরামত কাজ শুর“ করেছেন। এই মেরামত কাজ তদারক করছেন আওয়ামী লীগের জেলা, সদর উপজেলা ও মাধবদী পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। জানা গেছে মাধবদীর হাইব্রিড নেতা বলে পরিচিত ছাত্রলীগ ও স্বে”ছাসেবক লীগের সন্ত্রাসীরা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে গত ৭ জুলাই সকালে আওয়ামী লীগ নেতা ডা. মোছলেম উদ্দিনের বাড়ীটি দখল করার জন্য হামলা চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়। সন্ত্রাসীরা বাড়ীর ভিতরে ঢুকে ডা. মোছলেম উদ্দিনের ছেলে জুবায়েরসহ বাড়ীতে থাকা লোকজনকে মারধোর করে আলমিরা ও ওয়্যারড্রব ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ খবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশের পর নরসিংদী জেলা আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। খবর পেয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সফর আলী ভূইয়াসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ডা. মোছলেম উদ্দিনের বাড়ীতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। তারা তাৎক্ষণিকভাবে মাধবদীতে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সমাবেশ ঘটিয়ে এই ঘটনার নিন্দা জানান এবং দোষী ব্যক্তিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান। পরে এ ব্যাপারে ডা. মোছলেম উদ্দিনের ছেলে জুবায়ের বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে। কিš‘ দীর্ঘ ৪ দিনেও পুলিশ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে পারেনি। আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানিয়েছেন, সন্ত্রাসীরা একজন মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে মাধবদীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কিছুদিন পুর্বে অবৈধ পিস্তল নিয়ে মোটরসাইকেলে উঠার সময় নিজের পিস্তলের গুলিতে আহত হয়েছে মাধবদী ডিগ্রী কলেজের জিএস ছাত্রলীগ নেতা ইয়াকুব ভুইয়া। এখবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ হবার পরও পুলিশ তাকে গ্রেফতার করেনি। উদ্ধার করেনি অবৈধ পিস্তল। এসব অবৈধ অস্ত্রধারী ছাত্রলীগ ও স্বে”ছাসেবক লীগের হাইব্রিড নেতারা সারা মাধবদীতে চাঁদাবাজী, অস্ত্রবাজী চালিয়ে আওয়ামীলীগের ভাবমুর্তিকে ধুলোয় লুটিয়ে দি”েছ। তাদেরকে গ্রেফতার করা না হলে মাধবদীতে আরো বড় ধরনের ঘটনা ঘটার আশংকা রয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সফর আলী ভূইয়া ডা. মোছলেম উদ্দিনের বাড়ীতে গিয়ে তার পরিবারের সদস্যদেরকে জানান যে, ডা. মোছলেম উদ্দিনের প্রতি শ্রদ্ধা নিদর্শন স্বরূপ আওয়ামীলীগ তাদের বাড়ীঘর মেরামত করতে চায়। আওয়ামীলীগ নেতৃবৃন্দের এ সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের লোকজন মেরামত কাজে সম্মতি দিলে তাৎক্ষণিকভাবে আওয়ামীলীগ নেতৃবৃন্দ ভেঙ্গে দেয়া বাড়ীটি মেরামত কাজ শুর“ করেন। নেতৃবৃন্দ জানান, আপাতত নিজেদের ব্যয়ে বাড়ীটি মেরামত কাজ করা হবে। পরবর্তীতে দোষীদেরকে সনাক্ত করে তাদের নিকট থেকে বাড়ী মেরামতের ব্যয় আদায় করা হবে।
Home
»
»Unlabelled
» ৪ দিনেও গ্রেফতার হয়নি ছাত্রলীগ সন্ত্রাসীরা অবশেষে আ’লীগ নেতার বাড়ী মেরামত করে দি”েছ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment