04:05
0
বেলাব প্রতিনিধি: বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ২৯ জুন রবিবার বিকাল ৫ টায়। উপজেলার বারৈচা মহিলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি। পরিষদের সাধারন সম্পাদিকা নাজরিন হক হেনার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের আন্দোলন সম্পাদিকা রোখসানা বেগম, সদস্য রুবি বেগম, সাহিদা আক্তার, তানিয়া আক্তার, নাছিমা বেগম, বেলাব প্রেস ক্লাব সভাপতি ইসমাইল হোসেন, সহ সভাপতি আমজাদ হোসেন, সাংবাদিক মোশারফ হোসেন নীলু,  মনির হোসেন, মোঃ শফিকুল ইসলাম এবং আমিনুল হক।
নারীর ক্ষমতায়ায়ন ও স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করনের লক্ষ্যে এলাকার সরকারী কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবিদের সাথে মতবিনিময়ের ধারবাহিক কর্মসুচীর অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় দেশের সকল ইউপির  সংরক্ষিত মহিলা সদস্যদের সম্মানি বৃদ্ধি ও যাতায়াত ভাতা প্রদানের সুপারিশ করা হয়। সরকারি, বেসরকারি সকল কর্মক্ষেত্রে নারীদের অংশ গ্রহণের সকল বাধা দুরিকরণের আহবান জানানো হয়।

0 comments:

Post a Comment