পরীক্ষার ফিস যোগাড় করতে না পেরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে তামান্না
শান্ত বনিক : অর্ধ বার্ষিক পরীক্ষার ফিস যোগাড় করতে না পেরে মনের দুঃখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে তামান্না (১২) নামে পাঁচদোনা স্যার কেজিগুপ্ত উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। গত রোববার সকালে নরসিংদী সদর উপজেলার চৌয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এখবর ছড়িয়ে পড়ার পর পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলে শোকের ছায়া নেমে আসে। তামান্নাকে দেখার জন্য সতীর্থ ছাত্র-ছাত্রীরা তার বাড়ীতে ভীড় জমায়। জানা গেছে, তামান্নার পিতা মিজানুর রহমান একজন ফিশারী শ্রমিক। মায়ের সহযোগিতায় তামান্না পাঁচদোনা স্যার কেজিগুপ্ত উচ্চ বিদ্যালয়ে অতি কষ্টে লেখাপড়া চালিয়ে আসছে। সম্প্রতি মিজানুর রহমান দ্বিতীয় বিয়ে করে তামান্না ও তার মাকে ফেলে নতুন শ্বশুর বাড়ীতে ঘরজামাই হিসেবে চলে যায়। এরপর থেকে তামান্নাদের সংসারে অভাব অভিযোগ , দুঃখ-কষ্ট আরো প্রকট হয়ে উঠে। এ অবস্থায়ও তামান্না তার লেখাপড়া ত্যাগ করেনি। সে নিয়মিত স্কুলে আসা যাওয়া করে। চলতি মাসে স্কুলের অর্ধবাষিক পরীক্ষার সামনে আসায় বেশ কিছুদিন যাবত সে তার মায়ের কাছে পরীক্ষার ফিস দাবী করে আসছিল। কিন্তু তার মা বার বারই ফিস দিতে অপারগতা প্রকাশ করে তার পিতার কাছে যাবার তাগিদ দেয়। রবিবার সকালে তামান্না স্কুলে যাবার পূর্বে পূনরায় ফিস দাবী করলে মনের দুঃখে তামান্নার মা তাকে বকা-ঝকা করে। এ অবস্থায় তামান্না আর স্কুলে না গিয়ে ঘরের ভিতর ঢুকে বুকের উড়না গলায় পেচিয়ে সেলিংয়ে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে নরসিংদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
0 comments:
Post a Comment